শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অক্ষয়ের মায়ের ভূমিকায় অভিনয়ের পর শেফালি শাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অভিনেত্রী শেফালি শাহ বলিউডে পুরুষ ও নারী শিল্পীদের মধ্যে বৈষম্য নিয়ে তার ভাবনার কথা প্রকাশ করেছেন। ‘দিল্লি ক্রাইম’ সিরিজের অভিনেত্রী এক সাক্ষাতকারে বলেছেন একটি বয়স সীমা পেরুবার পর নারী শিল্পীদের শুরু মা-খালার ভূমিকায় অভিনয়ের অফার দেয়া হয়, পক্ষান্তরে পুরুষ শিল্পীরা পঞ্চাশের শেষ প্রান্তে এসেও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে থাকেন। শেফালি জানান ‘ওয়াক্ত’ ফিল্মে মাত্র ২৮ বছর বয়সে তিনি অক্ষয় কুমার রূপায়িত চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এর পর থেকেই তার ফিল্মে অভিনয়ের সুযোগ কমে যায়; সেই সময় তিনি সিদ্ধান্ত নেন পছন্দের ভূমিকা না পেলে তিনি বরং বাড়িতেই বসে থাকবেন। সম্প্রতি আহমেদাবাদে অভিনেত্রী একটি রেস্তরাঁ খুলেছেন। তিনি বলেন, “ আমি সবসময় বিশ্বাস করে এসেছি জীবন আসলে উদযাপন। আমি সবসময় মানুষকে আপ্যায়ন করতে আর খাবারের জায়গা সাজাতে ভালবাসি। সর্বোপরি আমি একজন ভোজন রসিক। সব মিলে গেলে মাত্র এক মাসের কম সময়ে এই কাজটি শুরু করে দিই। আমার বোন নেহা আপ্যায়ন পেশায় আছে, সেও এতে যোগ দিয়েছে।” কর্মক্ষেত্রে বেশ ব্যস্ততা এখন শেফালির। কাজ করছেন জাংলি পিকচার্সের ‘ড, জে’তে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীতে সিংয়ের সঙ্গে এবং আলিয়া ভাট এবং বিজয় ভার্মার সঙ্গে ‘ডার্লিং’ ফিল্মে। এছাড়া তিনি তার স্বামী বিপুল অ¤্রুতলাল শাহ’র পরিচালনায় তার পরবর্তী ওয়েব সিরিজের কাজ গুটিয়ে আনছেন। তিনি এমি জয়ী ‘দিল্লি ক্রাইম’ সিরিজেও কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন