রাজধানীর খিলগাঁওয়ের উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদ এলাকায় বোতল কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ রয়েছেন ২১ বছর বয়সী এক যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। খালটি বাসাবো খাল নামে নামে পরিচিত। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাসাবোর ওই খোলা খালে পড়ে তলিয়ে যান যুবকটি। সন্ধ্যা পর্যন্তÍ ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, দু-তিন দিন ধরে ২৫-২৬ বছরের ওই যুবককে স্থানীয় বাসিন্দারা তিলপাপাড়া এলাকায় পুরোনো জিনিসপত্র টোকাতে দেখছেন। তবে কেউ তার নাম বা ঠিকানা জানেন না। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকে পাড় ঘেঁষে খালের ময়লার স্ত‚পের ওপর থেকে বোতল আনতে যান। যুবকটি তলিয়ে যাওয়ার একপর্যায়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তখন স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি যুবককে উদ্ধারে নামে। সেখানে উৎসুক মানুষ ভিড় করেন। খিলগাঁও থানাসহ পুলিশের মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান নেন।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, খালটি ¯্রােতমুখী এবং গভীরতা ১০-১৫ ফুট। এটি মান্ডা এলাকার বড় খালের সঙ্গে গিয়ে মিশেছে। ময়লার স্ত‚পে খালটির পাড়ের দিকটা ভরাট হয়ে গেছে মনে হলেও ভাসমান ময়লার স্ত‚পের নিচে গভীর পানি। ডুবুরিরা যুবককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গতকাল সন্ধ্যায় ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই একজন ২০-২২ বছরের যুবক কালভার্ট থেকে খালে পড়ে গেছেন। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিস দুটি টিম ওই যুবককে উদ্ধারে কাজ করছে।
এছাড়া সদরদফতরের তিন সদস্যের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন