শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হেলেন কেলারের জন্মদিনে দেশ-বিদেশে স্বপ্নদল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১২:০২ এএম

হেলেন কেলারের ১৪১তম জন্মবার্ষিকী ‘হেলেন কেলারস্ ডে ২০২১’ উপলক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘ঢাকুরিয়া নাট্যমুখ’ আয়োজিত ‘আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এর শেষদিনে আজ রাত আটটায় (ভারত সময় সাড়ে সাতটা) দলটির ফেসবুক পেজ ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’। দিবসটি উদযাপনের জন্য স্বপ্নদল দেশে আয়োজন করেছে ফেসবুক লাইভ আলোচনা ও মনোড্রামা ‘হেলেন কেলার-এর আংশিক অভিনয়। স্বপ্নদলের প্রতিষ্ঠাতা-প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে। জাহিদ রিপনের সঞ্চালনায় এতে অতিথি ও আলোচক হিসেবে থাকবেন ভারতের আসামের গুয়াহাটিস্থ উইংস থিয়েটারের প্রতিষ্ঠাতা ও ভারতের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন কিসমত বানো, ভারতের মহারাষ্ট্রের পুনেস্থ নাট্যসংগঠন অগ্নিমিত্র-র সংগঠক-অভিনেতা নাট্যজন সমীরণ ভৌমিক, জাপানের টোকিওস্থ সাংস্কৃতিক সংগঠক দম্পতি তোমোকো তিথি-খন্দকার আসলাম হীরা, স্বপ্নদলের হেলেন কেলার ভূমিকার অভিনেত্রী নাট্যজন জুয়েনা শবনম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন