জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানি মূলক মামলার সঠিক তদন্তের দাবীতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সাতপাই এলাকার ভুক্তভোগী জায়েদা আক্তার ও তার পরিবার রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী জায়েদা আক্তার জানান, দীর্ঘদিন যাবৎ তার সাথে নিকটতম আত্মীয়দের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে ও আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার পাশাপাশি অব্যাহত ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সাংবাদিকবৃন্দদের ঘটনার সত্যতা যাচাইয়ে সরেজমিনে তদন্ত করারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন