দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে নেত্রকোনায় প্রতীকী অনশন করেছে বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নতুন হাসপাতাল রোডের আহবায়কের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিকী অনশন কর্মসূচী পালন করে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন, ফারদিন চৌধুরী রিমি, এস এম শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন