নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩শ পিছ ইয়াবাসহ পিংকি (২৬) নামের তৃতীয় লিঙ্গের একজন হিজড়াকে আটক করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৩শ পিছ ইয়াবাসহ পিংকি (২৬) নামের এক হিজড়াকে আটক করেছে।
আটক পিংকি যশোর জেলা শহরের চাঁচড়া রেলগেইট পশ্চিম পাড়া এলাকার জাকির হোসেন সন্তান। আটক পিংকির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন