শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুরে নদীঘাটের দরপত্র ছিনতাই, বাপ-বেটার নামে থানায় মামলা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:৫৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বহেড়াতৈল, নদী ঘাট টেন্ডার নিয়ে ধস্তাধস্তি করে দরপত্র ছিনতাই, টেন্ডার স্থগিত ও থানায় বাপ-বেটার নামে মামলা দায়ের । মামলার বাদী ইউপি সদস্য রেনু বেগম ও গ্রত্যক্ষদর্শী রা বলেন, মঙ্গলবার বহেড়াতৈল নদীর ঘাট টেন্ডার এর দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ সময় বহেড়াতৈল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রেনু বেগম দরপত্র জমা দিতে আসলে সখিপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু ও তাঁর ছেলে লিংকন আহমেদের সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে রেনু বেগমের দরপত্রটি ছিনিয়ে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বহেড়াতৈল নদীর ঘাটে দরপত্র স্থগিত করা হয়। বহেড়াতৈল নদীর ঘাটের দরপত্র জমা দিয়েছিলেন ১০ জন এরা হলেন, রেনু বেগম এম এ সবুর (আহ্বায়ক উপজেলা যুবলীগ) লিংকন আহমেদ, আলহাজ্ব, শরিফুল ইসলাম শরিফ আতিক,লিটন, হামিদ,বাদল। এ বিষয়ে রেনু বেগম বাদী হয়ে বাপ-বেটা নবু,লিংকন দুইজনকে আসামী করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন । সখিপুর থানার ওসি (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন,থানায় মামলা হয়েছেে।আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন