শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ

পাচ্ছেন প্রবাসী শ্রমিকরাও

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৫ পিএম

রাজধানী ঢাকার ৭টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, যেহেতু এই টিকা পরিবহন করা কঠিন, তাই আমরা কেবলমাত্র রাজধানী ঢাকায় ৭টি কেন্দ্র নির্ধারণ করেছি। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

শামসুল হক বলেন, প্রবাসী শ্রমিক যারা ফাইরাজের টিকা ছাড়া বিদেশে যেতে পারছেন না, এই মুহূর্তে শুধু তারা এই কেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারবেন। এজন্য জনশক্তি উন্নয়ন ব্যুরো থেকে আমাদের তালিকা দেওয়া হবে। এসব কেন্দ্রে অগ্রাধিকার তালিকায় যারা আছেন, তাদেরকে সিনোফার্মের ভ্যাকসিনের জন্য অন্য কেন্দ্রে যেতে হবে।

প্রসঙ্গত, গত ৩১ মে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা দেশে পৌঁছানোর পর গত ২১ জুন এই টিকা দেওয়া শুরু হয়। তবে যারা এই টিকা নিয়েছেন, তাদেরকে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, ফাইজারের এই বিশেষ টিকা কেবল ঢাকাতেই সংরক্ষণ করা হবে। মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা রাখতে হয়।
ডা. শামসুল হক তখন বলেছিলেন, এই টিকার বড় চ্যালেঞ্জ সংরক্ষণ ব্যবস্থা। বাংলাদেশে যা অপ্রতুল। পরিবহনের জন্যও দরকার হবে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান। এ কারণেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ফাইজিারের টিকা সরবরাহ করা কঠিন হবে।

শামসুল হক আরো বলেন, ঢাকা শহরের ভেতরে ৪৮টি কেন্দ্রে আমাদের টিকাদান কর্মসূচি চলছিল, এই মুহূর্তে ৮টি কেন্দ্র বাদ দিয়ে আমরা বাকি ৪০টি কেন্দ্রে পূর্বের মতো একই সময়ে, একই নিয়মে টিকাদান কর্মসূচি শুরু করবো। যারা রেজিস্ট্রেশন করে এসব কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা এখন টিকা নিতে পারবেন। যারা অগ্রাধিকার তালিকায় আছেন, তাদের জন্য এখন থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে। আমাদের করোনার টিকাদান কেন্দ্র লকডাউনের আওতা বহির্ভূত। কারো হাতে যদি টিকা কার্ড থাকে, সেটি প্রদর্শন করে কেন্দ্র যেতে পারবেন। ঢাকার বাইরেও টিকা নেওয়া যাবে। তবে, রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ+দুলাল+মিয়া ১ জুলাই, ২০২১, ১২:২৫ এএম says : 0
আগে বিদেশ থেকে যারা দেশে গিয়ে আটকা পড়েছে জরুরি তাদের টিকা দিয়ে পুনরায় তাদের বিদেশ আসতে জরুরি পদক্ষেপ নিতে হবে,অন্যথায় দেশে দুর্ভিক্ষ আরম্ভ হবে,তাই বিষয়টি জরুরি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন