খুলনায় চলছে কঠোর লকডাউন। আজ শুক্রবার ছিল দ্বিতীয় দিন। লকডাউন কার্যকরে সারাদিন মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে লকডাউন অমান্য করায় ৯৩ জনকে ৫৩ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীতে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারেরা অভিযান পরিচালনা করেন। অভিযানে অকারণে ঘোরাঘুরি, দোকান খোলা, যান্ত্রিক যানবাহন বের করাসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনকে ৯৩ টি মামলায় ৫৩ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন