শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনে আম কিনতে এসে ২০০ টাকা জরিমানা দিলো কলেজ ছাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:৫৬ পিএম

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে তল্লাশিকালে ভ্রাম্যমাণ আদালত ২০০ টাকা জরিমানা করেছেন এক কলেজ ছাত্রকে। এর আগে, তল্লাশিকালে তিশান নামের ওই ছাত্রের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় তিশান কলেজের অ্যাসাইনমেন্ট করতে বের হয়েছেন বলে জানায়।

তবে তার বাবাকে কল দিলে জানা যায়, তিশান গাড়ি নিয়ে আম কিনতে বের হয়েছেন। পরে তিশান ভ্রাম্যমাণ আদালত থেকে রেহাই পেতে বিভিন্ন কথা বলতে থাকেন। পাশাপাশি সেখানে কর্তব্যরত সাংবাদিকদেরও ছবি তুলতে নিষেধ করেন তিনি। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনেও মাঠে কাজ করছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সারাদেশে। এর মধ্যে নারায়ণগঞ্জের চাষাড়ায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আম কিনতে বের হয়ে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা বলায় এই কলেজ ছাত্রকে জরিমানা করা হয়েছে। ছাত্র বিবেচনায় তাকে অর্থদণ্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়েদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন