শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টক শো উপস্থাপনায় ডেমি লোভাটো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

গায়িকা ডেমি লোভাটোর টক শো উপস্থাপনায় অভিষেক হতে যাচ্ছে এই মাসের শেষে। ‘দ্য ডেমি লোভাটো শো’ শরীরী সম্পর্ক, নারীবাদ, লিঙ্গসমতা এবং মানসিক সুস্থতার মত বিষয়গুলো প্রাধান্য পাবে। এরই মধ্যে যে ক’জন অতিথি অনুষ্ঠানে অংশ নেবার জন্য সায় দিয়েছেন তার মধ্যে আছেন- রেডিও উপস্থাপক জামিলা জামিল, অভিনেত্রী-গায়িকা লুসি হেইল, ইউটিউবার-মেকআপ শিল্পী নিকিতা ড্রেগান। “ কিছু কথোপকথন কঠিন হতে পারে, তবে আমি কখনও স্পর্শকাতর বিষয়বস্তু নিয়ে পিছপা হব না। আমরা সত্যকে স্বাভাবিক করে উপস্থাপন করতে চাই- যেখানে সবাই কথা বলতে পারবে , সবচেয়ে বড় কথা শিখতে পারবে। ‘দ্য ডেমি লোভাটো শো’তে কোনও বিষয়ই তালিকার বাইরে নয়। আলাপচারিতা রোকু চ্যানেলে প্রকাশিত হবে,” লোভাটো (২৮) এক বিবৃতিতে বলেন। গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানটির ঘোষণা দেবার কালে এর না ছিল ‘পিলো টক উইথ ডেমি লোভাটো’। পরে নাম বদলান হয়। বিশ্বখ্যাত এই সঙ্গীত তারকার পেশাগত জীবনে এই নতুন অধ্যায় যোগ হলেও বিশ্বের অন্যান্য অংশে এটি করে পাওয়া যাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রে এটি স্ট্রিমিং হবে ৩০ জুলাই থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন