বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রূপগঞ্জের অগ্নিকান্ডে ঢাকা মেডিকেল যেন মৃত্যুর স্তূপ, ৫৬ লাশ মর্গে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৭:২৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ-এর ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে নিহতদের লাশ। এসব লাশ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর ওই কারখানায় আগুন লাগে। আজ দুপুর পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক বলেন, এখন পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৫৬টি লাশ ঢামেকে আনা হয়। ভবনের ৫ ও ৬তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও প্রবেশ করতে পারেননি। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুন লাগার পর গতকাল সন্ধ্যায় তিনজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল।

আজ দুপুর ২টা পর্যন্ত নিহতের সংখ্যা তিনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এরপরই হঠাৎ করে খবর আসে প্রচুর লাশ উদ্ধারের। ভবনের ৪তলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ৪তলা থেকেই আরও ৫০ জনের মতো লাশ উদ্ধার হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন