শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মসিকের উদ্যোগে মতবিনিময় সভা

করোনা সংক্রমণ

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহে করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা, কাউন্সিলর, জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)-এর আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো.আহমার-উজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মসিক মেয়র টিটু বলেন, প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তিনি লকডাউন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ, খাদ্য সহায়তা প্রদান ইত্যাদি যখন যা প্রয়োজন তার মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাচ্ছেন। আমরা নিজেরা আরো সচেতন হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক একেএম গালিব খান, বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো আসিফ হোসেন ডন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন