কক্সবাজারে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ এর সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান গত ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত করোনা বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে বলেন,১২ জুন ১০৯জন, ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬৪ জন এবং ১৫ জুন এক লাফে ২৩২ জনে পৌঁছায়।
তিনি বলেন অথচ এর আগে করোনা রোগী ছিল এক অঙ্কের-দুই অঙ্কের।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, প্রায় প্রতি ঘরে ঘরে নারী-পুরুষ-শিশু নির্বিশেষে জ্বর সর্দি কাঁশিতে আক্রান্ত হচ্ছে। প্রাথমিক চিকিৎসায় সেরে উঠায় তেমন গুরুত্বের সাথে নিচ্ছে না অনেকেই।
হাসপাতাল গুলোতে খবর নিয়ে জানা গেছে, এসব আলামত নিয়ে রোগীরা ভর্তি হলেও পরীক্ষা করাতে তারা নারাজ।
এতে করে প্রকৃত করোনা রোগী সংখ্যা জানা যাচ্ছেনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন