শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পাঁচ রেল কর্মচারীসহ গ্রেফতার ৭

ডিজেল ও ব্যাটারি চুরি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০১ এএম

নগরীতে রেলের ডিজেল ও ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ের পাঁচ কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি ব্যাটারি ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক সালামত উল্ল্যাহ জানান, রেলের ব্যাটারি চুরির ঘটনায় চারজন ও তেল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। তারা হলেন- মো. আনোয়ার, মো. জাবেদ, সুমন শীল, মো. আমজাদ, মো. শহীদ, মো. মামুন ও মো. পারভেজ।
এদের মধ্যে মামুন চোরাই মালামাল বহনকারী পিকআপ চালক ও পারভেজ তার সহকারি। বাকি পাঁচজন রেলের বিভিন্ন দফতরে স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিতে কর্মরত কর্মচারী বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন