শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, মরিচের গুড়ায় রক্ষা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৯:২৩ এএম

চট্টগ্রামে ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর ওই কিশোরীর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে, তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর আরও দুইবার ধর্ষণের চেষ্টা করলেও সে মরিচের গুড়া মেরে আত্মরক্ষা করে। গ্রেফতার মোঃ জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের মোঃ ওয়াহিদের ছেলে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ফলের ব্যবসায়ী এবং মা গার্মেন্টস কর্মী। জাহাঙ্গীর প্রায়ই তাকে বিরক্ত করত, কথা বলতে চাইত। কিন্তু সে তাকে গুরুত্ব দিত না। একদিন কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর বাসায় চলে আসে। এসময় মেয়েটি চিৎকারের চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে কিছু নগ্ন ছবি দেখায়। মূলত তার ছবি এডিট করে জাহাঙ্গীরই এই নগ্ন ছবি বানায়। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পরপরই মেয়েটি তার মোবাইল বন্ধ করে দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকেই বলেনি। তার কিছুদিন পর আবারও জাহাঙ্গীর আসে। কিন্তু তাকে দরজায় আসতে দেখেই সে মরিচের গুড়া নিয়ে তার মুখে মেরে দেয় এবং সেদিনের মত নিজেকে রক্ষা করে। এরপর জাহাঙ্গীর আরও একবার আসে। সে একই কায়দায় মরিচের গুড়া মেরে আত্মরক্ষা করে। মরিচের গুড়ার ভয়ে কাছে ঘেষতে না পারায় জাহাঙ্গীর অন্যভাবে তাকে ঘায়েল করার চেষ্টা করে। শেষে ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে তাকে গ্রেফতার করা হয়। তার মা বাদি হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
এনামুল হক ১৩ জুলাই, ২০২১, ৯:৫১ এএম says : 0
আত্মরক্ষার কৌশল অবলম্বন করার জন্য ধন্যবাদ। এবং 999 কেও ধন্যবাদ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন