রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে প্যাথলজি সেন্টারসহ ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৭:৫৪ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজ মঙ্গলবার ১৩জুলাই রাজবাড়ী জেলা প্রশাসকের নির্দেশনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে তিনটি প্রতিষ্ঠানের ৩৭হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার জামালপুর বাজারে অভিযান পরিচালনা করে প্যাথলজি সেন্টারের মালিকে ৫৩ধারায় ৩০হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে মা মেডিকেল হলের মালিকে ৫১ধারায় ৫হাজার টাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করার অপরাধে সাহা স্টোরের মালিকে ৪০ধারায় ২হাজার ৩টি প্রতিষ্ঠানে সর্ব মোট ৩৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন