লকডাউন শিথিল হওয়ায় আগের রূপ ফিরে পেয়েছে চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনেই সড়কে ছিল তীব্র যানজট। একসাথে সব গণপরিবহন রাস্তায় নামে। তার উপর সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় মানুষের ব্যস্ততা ছিলো বেশি। যানবাহনের চাপে নগরীর প্রধান প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম বন্দরকে ঘিরে আশপাশের সব সড়কে দিনভর ছিল যানজট, জটলা। স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল। অর্ধেক আসন খালি রেখে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহ রুটের সবকটি ট্রেন ছেড়ে যায়। দূর পাল্লার বাস চলাচলও শুরু হয়েছে।
এই সুযোগে ঈদে ঘরে ফিরছে মানুষ। মহানগরী ও জেলার সব রুটেই গণপরিবহন চলছে। এসব যানবাহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। বেশির ভাগ বাসে গাদাগাদি করে যাত্রী বহন করা হয়। অথচ ভাড়া আদায় করা হয় দ্বিগুণ। তবে দীর্ঘদিন পর গণপরিবহন চালু হওয়ায় কর্মজীবী মানুষ খুশি। স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। মার্কেট, শপিংমল বিপনিকেন্দ্রও খুলেছে। খুলেছে সব ধরনের দোকান পাট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন