বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বান্দরবানে সেনা রিজিয়নের বলিপাড়া বিজিবি জোন কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক উদ্ধার

প্রেস রিলিজ | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ৪:২৫ পিএম

গত ১৯ জুলাই ২০২১ তারিখ বান্দরবান সেনা রিজিয়নের অধীনস্থ বলিপাড়া বিজিবি জোন এর গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় জোন কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোম এর সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, অত্র এলাকায় ইতিপূর্বে সন্ত্রাসী গোষ্ঠী/দুস্কৃতিকারীদের উপস্থিতির বিষয়ে তথ্য থাকলেও প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে সন্ত্রাসী গোষ্ঠী/দুস্কৃতিকারীরা অনেক দিন আগেই উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। বান্দরবান সেনা রিজিয়ন তথা বলিপাড়া বিজিবি জোনের বিশেষ তৎপরতার ফলে এ ধরনের উচ্চ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে। যার ফলে, অত্র এলাকায় বসবাসরত স্থানীয় জনগনসহ সকলেই বড় ধরনের দূর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

পার্বত্য বান্দরবান জেলায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান সেনা রিজিয়ন এর নিরাপত্তা বাহিনীর বিশেষ তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন