শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পর্দা উঠল টোকিও অলিম্পিকের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২১, ৬:১৬ পিএম

আনুষ্ঠানিক উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের। বর্ণিল আলোকসজ্জা, জাপানের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্যদিয়ে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। উদ্বোধন ঘোষণা করেন জাপানের রাজা নারুহিতো।

অ্যাথলেটদের পদচারণা ছিল ঠিক। তবে ছিল না গ্যালারি ভরা দর্শক। অদৃশ্য করোনাভাইরাসের শঙ্কার কারণে চিরাচরিত আয়োজনে ছেদ পড়েছে। যার প্রভাব পড়েছে অলিম্পিকের এই আয়োজনেও। ২০২০ সালের আয়োজন করোনার কারণে পিছিয়েছে এক বছর। এবারও নানা শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেই শুরু হলো 'গ্রেটেস্ট শো অন আর্থ'র এবারের আসর।

জাপানের টোকিওতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে উদ্বোধনী কর্মযজ্ঞ। চারঘণ্টা হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। যার বেশির ভাগ পারফরমেন্সই হবে ভার্চুয়ালি। প্রতিটি দেশ থেকে ৬ জন করে অ্যাথলেট অংশ নিবেন মার্চপাস্টে।

আতশবাজি আর লেজার লাইট দিয়ে তুলে ধরা হবে জাপানের সংস্কৃতিকে। এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে অংশ নেবেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য যারা লড়বেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন