শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি মামলা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৬:০৫ পিএম

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউএনও জরিমানা আদায় করে।


করোনা মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতায় কাপ্তাই উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সচেতনমূলক প্রচার-প্রচারণা ও বিধি-নিষেধ না মানায় বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০ টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারোঘোনিয়া গেইট, কেপিএম, কলাবাগান, সিনেমা হল ও মিশন এলাকায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৮ ধারায় ৬টি মামলায় ১২শ টাকা, দন্ডবিধির ২৬৯ ধারায় ৬ টি মামলায় ১২শ' সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ৭টি মামলায় ২ হাজার টাকাসহ মোট ১৯টি মামলায় সর্বমোট ৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, ৪১ বিজিবি টহল দল এবং আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন