টোকিও অলিম্পিকের আরচ্যারি ডিসিপ্লিনের রিকার্ভ মিশ্র দ্বৈতের শেষ ষোলতে গত শনিবার বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী ৬-০ সেট পয়েন্টে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী অ্যান সান এবং কিম জে দিওক কাছে হেরে বিদায় নেন। তবে ফের তারা তীর-ধনুক হাতে লড়াইয়ে নামছেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৮ মিনিটে টোকিওর ইউমেনোস হিমাপার্ক আরচ্যারি মাঠে রিকার্ভ একক ইভেন্টে রোমান সানা লড়বেন গ্রেট বৃটেনের প্রতিযোগী টম হলের সঙ্গে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে একই ইভেন্টে দিয়া সিদ্দিকী খেলবেন বেলারুশের প্রতিযোগী কারিনার বিপক্ষে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন