শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মাত্র ২ কেজির জন্য পাকিস্তানি অ্যাথলেট তালহা তালিব পেলেন না অলিম্পিক পদক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৯:২৪ পিএম

পাকিস্তানি অ্যাথলেট তালহা তালিব স্ন্যাচে তুলেছিলেন ১৫০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি। সব মিলিয়ে ৩২০ কেজি পর্যন্ত তুলেছিলেন তিনি। তবু টোকিও অলিম্পিকে ছেলেদের ৬৭ কেজি ওজন শ্রেণির ইভেন্ট শেষে পাকিস্তানের এই ভারোত্তলকের হয়তো আফসোস হয়েছে, আর মাত্র দুই কেজি যদি তুলতে পারতাম!

আর মাত্র দুই কেজি তুললেই যে অলিম্পিকের পদকতালিকায় থাকার সৌভাগ্য হয়ে যেত তালহার! ৬৭ কেজি ওজন শ্রেণিতে কাল পঞ্চম হয়েছেন তালহা, চতুর্থ হওয়া দক্ষিণ হান মিয়ংমক তুলেছেন ৩২১ কেজি, তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ইতালিয়ান ভারোত্তলক মির্কো জান্নি তুলেছেন ৩২২ কেজি। অলিম্পিক রেকর্ড ৩৩২ কেজি তুলে ওই ইভেন্টে সোনা জিতেছেন চীনের লিজুন শেন। আর ৩৩১ কেজি তুলে রুপা জিতেছেন কলম্বিয়ার লুইস হাভিয়ের মসকেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন