শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কোয়ার্টারে ব্রাজিল, গ্রুপপর্বেই জার্মানির বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৭:১১ পিএম

টোকিও অলিম্পিকেও স্বর্ণ জয়ের লক্ষ্যে শক্তিশালী দল নিয়ে এসেছে ব্রাজিল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অলিম্পিক পুরুষ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রিচার্লিসন।

সাইতামা স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন ম্যাথেউস কুনহা। আসরে প্রথম গোল জার্মান ক্লাব হার্থা বার্লিন ফরোয়ার্ডের। ২৭তম মিনিটে আল আমরির গোলে সমতায় ফেরে সৌদি আরব। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

৭৩ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ১-১ গোলে সমতায়। ৭৪তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন। ম্যাচের যোগ করা সময়ে আরো এক গোল করে ব্যবধান ৩-১ করেন রিচার্লিসন। আসরে ৫ গোল করলেন এভারটন স্ট্রাইকার। এখনো পর্যন্ত আসরের সর্বোচ্চ গোলদাতাও ২৪ বছর বয়সী এই তারকার।

তবে গ্রুপের অন্য ম্যাচে ঘটে গেছে বড় অঘটন। গ্রুপ পর্বেই বাদ পড়েছে ২০১৬ রিও অলিম্পিকের রানার্সআপ জার্মানি। মিয়াগি স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করতে পেরেছে জার্মানরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন