অলিম্পিক ফুটবলে আজ স্পেনের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ রাউন্ডের এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু নিজেদের কাজটা করতে পারেনি তারা। প্রথমার্ধে গোলশুন্য ব্যবধানে সমতায় ছিল দুই দল।
বিরতির পর ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে দারুণ খেলেও জয়সূচক গোলের দেখা পায়নি কোপা আমেরিকাজয়ী দেশটি।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো মিসর। আজ অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় হয় তারা।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন