শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সবচেয়ে বড় মুখের নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৩:৫০ পিএম

সামান্থা রামসডেল যে কারণে রেকর্ড গড়েছেন, সেই কারণটা আসলেই একটু বিচিত্র। তিনি রেকর্ড গড়েছেন বিশ্বের সবচেয়ে বড় মুখের নারী হিসেবে। শুনতে অবাক হলেও সত্য, বিশ্বের সব নারীর মধ্যে সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। আর এই কারণে সামান্থা রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি।

গিনেসের রেকর্ড বইয়ে নথিভুক্ত তথ্য অনুযায়ী, সামান্থার মুখের মাপ আড়াই ইঞ্চি বা ৬ দশমিক ৫৬ সেন্টিমিটার। আড়াআড়িভাবে মাপা হলে তা আরও বেড়ে চার ইঞ্চি বা ১০ সেন্টিমিটারের বেশি হয়। ভিডিওতে দেখা যায়, তার মুখে একসঙ্গে তিনটি ডোনাট অনায়াসে ঢোকানো যায়। সামান্থার বাড়ি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শৈশব থেকেই সামান্থার মুখ তুলনামূলক বড়। তার ছোটবেলার হাসিমুখের ছবিগুলো দেখলে তা সহজে বোঝা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামান্থার মুখের হাঁ আরও বড় হয়েছে। বড় মুখের কারণে অন্যদের থেকে তাকে সহজেই আলাদা করা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থা বেশ জনপ্রিয়। এর পেছনের কারণও তার বড় আকারের ওই মুখ। অনেকেই অবাক হয়ে সামান্থার মুখের দিকে তাকিয়ে থাকেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিওগুলো দেখেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর মাধ্যমেই বড় মুখের রেকর্ড গড়ার বিষয়টি প্রথম তার মাথায় আসে। আবেদন করেন গিনেস কর্তৃপক্ষের কাছে। এরপর যাচাই-বাছাই শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি আসে। সামান্থার হাতে তুলে দেওয়া হয় সনদ। তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারিণী। উৎফুল্ল সামান্থা বলেন, ‘আমি কখনোই ভাবিনি বড় মুখের কারণে জনপ্রিয় হয়ে যাব।’ সূত্র : সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন