নববর্ষ উদযাপনের সময় কয়েক দশকের পুরোনো ঐতিহ্যের অংশ হিসেবে এ বছর ৮৭৪টি গাড়ি পুড়িয়ে দিয়েছে ফ্রান্সের কিছু মানুষ। যানবাহন ও আবর্জনা পোড়ানোর পর জিজ্ঞাসাবাদের জন্য ৪৪১ জনকে আটক করেছে পুলিশ। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, করোনাভাইরাস-সম্পর্কিত বিধিনিষেধের কারণে গাড়ি পোড়ানোর সংখ্যাটি আগের বছরের তুলনায় কম। -সিএনএন
২০১৯ সালের নববর্ষ উদযাপনের সময় এক হাজার ৩১৬টি গাড়ি পোড়ানো হয়। ফ্র্যান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল ৩৭৬ জনকে। তবে ২০২০ সালে লকডাউন থাকায় গাড়ি পোড়ানোর কোনো তথ্য নেই দেশটির পুলিশের কাছে। উত্তর-পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গে যানবাহন ও ট্র্যাশ ক্যান জ্বালানোর পরে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে বিধিনিষেধ ভঙ্গ করায় আর বাকিদের অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকায় আটক করা হয়। বিতর্কিত এ ঐতিহ্য পালনের সময় সেখানে চারজন পুলিশ আহত হন বলেও জানা গেছে।
এ বছর নববর্ষ উদযাপনকে সমানে রেখে রাজধানী প্যারিসসহ দেশজুড়ে ৯৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া ওমিক্রনের জেরেও আরোপ করা হয় বেশ কিছু বিধিনিষেধ। জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলে স্ট্রাসবার্গের আশেপাশের এলাকায় গাড়ি পোড়ানোর প্রথাটি নব্বইয়ের দশকে শুরু হয়। বলা হয়ে থাকে যে, নিম্ন আয়ের তরুণরা এই ঐতিহ্যের সূচনা করেছিল। এটি পরে প্রতিবাদের চিহ্ন হিসেবে ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে সর্বাধিক সংখ্যক গাড়িতে আগুন দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন