বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অবশেষে বাঙালি মেয়ের ভূমিকায় ঈশিতা দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনা মহামারীর পর টিভি অভিনেত্রী ঈশিতা দত্তকে শেষ দেখা গেছে ‘বেপানাহ পেয়ার’ সিরিয়ালে। ২০১৩তে তার অভিষেক হয়েছিল ‘এক ঘর বানাউঙ্গা’ সিরিয়াল দিয়ে, জেনে-বুঝেই একটি বছর তিনি কাজ থেকে দূরে থেকেছেন। এখন তাকে কাজে ফিরতে হবে। ‘অনেক পরিবারের মতই কোভিড-১৯ আমাদের পরিবারেও কঠিন প্রভাব ফেলেছে। বৎসল (স্বামী) আর আমি দুজনেই করোনা পজিটিভ হয়েছিলাম, মানসিক ও শারীরিকভাবে খুব কঠিন সময় পার করতে হয়েছে। এসব পরিস্থিতি কাজ থেকে সরিয়ে রেখেছিল, সব নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। আমি আর বৎসল টিকা নেবার পর কাজে ফিরেছি।’ করোনা মহামারীর সময় ঈশিতা আর বৎসল সর্বক্ষণ একসঙ্গে ছিলেন। ঈশিতা বলেন, ‘প্যানডেমিকের আগে আমরা কাজ করছিলাম, তবে ছিলাম একসঙ্গে। আমরা নিয়ম করে প্রতিদিন ঘণ্টার বেশি একসঙ্গে কাটাই। এখন কাজে ফিরে সেই সময়টা মিস করব। কিন্তু কাজ তো করতেই হবে।’ ঈশিতা এখন ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’ সিরিয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি একটি বাঙালি পরিবারের গল্প। ‘বাঙালি বলে পর্দায় অল্প হলেও বাংলা বলতে পারা আর বাঙালি ঐতিহ্য ধারণ করা স্বপ্ন পূরণের মতোই। আমি এসব কাজ করতে পারব বলে রোমাঞ্চিত। এটি প্রথম সিরিয়াল যাতে আমি বাঙালি মেয়ের ভূমিকায় অভিনয় করছি। আমার মনে হয়, আমার বাবা-মা আমার চেয়েও খুশি। আমি আমার সহশিল্পীদেরও উচ্চারণ নিখুঁত করতে সহায়তা করতে পারব,’ ঈশিতা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন