মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে জামায়াতবিরোধী অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের জামায়াতে ইসলামির (জেইএ) সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৬০টি স্থানে অভিযান চালিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদতের একটি মামলার তদন্ত করতে রোববার জম্মু-কাশ্মীরে সংগঠনটির বিভিন্ন নেতার বাসভবন ও কার্যালয়ে এই অভিযান চালানো হয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের সমর্থনের অভিযোগে জামায়াতে ইসলামির বিরুদ্ধে এ অভিযান। ভারতের প্রধান সন্ত্রাসবাদ দমনকারী সংস্থা এনআইএ এক বিবৃতিতে বলেছে, সংগঠনটির সদস্যরা দাতব্য ও কল্যাণমূলক কাজের জন্য অনুদানের মাধ্যমে দেশি-বিদেশি তহবিল সংগ্রহ করেছেন। কিন্তু সংগৃহীত তহবিল তাদের ভাষায় সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ডের জন্য ব্যবহার করেছে সংগঠনটি। এনআইএ বলেছে, সংগৃহীত তহবিল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যেমন- হিজব-উল-মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা এবং অন্যদের কাছে জেইআইয়ের ক্যাডারদের সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়। জামায়াতে ইসলামি পরিচালিত বেশ কিছু ট্রাস্ট এবং নেতাকর্মীর বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনআইএ। দেশটির কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা বলেছে, কাশ্মীরের যুবকদের সন্ত্রাসবাদে উসকানি এবং জম্মু ও কাশ্মীরে নতুন সদস্য নিয়োগ করেছিল জেআই; যাতে তারা বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ডে অংশ নিতে পারে। তবে রোববারের অভিযানের ব্যাপারে জামায়াতে ইসলামির মন্তব্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। অতীতে তহবিল সংগ্রহ এবং সন্ত্রাসবাদের অভিযোগের ব্যাপারে কোনও মন্তব্য করেনি কাশ্মীরের এই সংগঠন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন