রংপুরের পীরগাছায় রাবেয়া বেগম(৭০) নামে এক বৃদ্ধার গালা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাকরির সুবাদে সন্তানেরা ঢাকায় বসবাস করায় নিজ বাড়িতে একাই থাকতেন রাবেয়া বেগম। শনিবার দুপুর পেরিয়ে গেলেও বৃদ্ধা রাবেয়া বেগমের সাড়াশব্দ পাচ্ছিল না প্রতিবেশীরা। তার ঘরের দরজায় বাহির থেকে লাগানো ছিল তালা। আশেপাশে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বৃদ্ধা রাবেয়া বেগমের শয়ন ঘরের দরজার ফাঁক দিয়ে গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বিকালে রাবেয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতের কোন এক সময়ে রাবেয়া বেগমকে গলা কেটে হত্যা করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধা রাবেয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন