শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবারও বিয়ে করেছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আবারও বিয়ে করেছেন সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরা। তিনি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে বিয়ে করেছেন। গত ১৫ জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তার আগে দ্বিতীয় স্বামী মোশতাক ওয়াইয়েজের সাথে সামিরার বিচ্ছেদ হয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর স্ত্রী সামিরা সালমানের বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। মোশতাক জানান, সামিরা বিয়ে করেছে। আমি তাকে অভিনন্দন জানাই। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবে। এছাড়া আমাদের বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকে। সামিরা বলেন, সালমান শাহের স্ত্রী হিসেবে পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ১৬ আগস্ট, ২০২১, ১২:৫৭ এএম says : 0
এইটা কি করে সামাল দিবে,
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন