বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আজ রোবার রাজধানীর জতীয় প্রেসক্লাব, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন বিড়ি শিল্প মালিক ও শ্রমিকরা। সভায় বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময় কাজের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন শ্রমিক নেতারা।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, 'শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত সোচ্চার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন