আজ সোমবার ভোরে ঢাকা থেকে একটি নৈশকোচ ফেরার পথে কেশবপুরের তালতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২০জন আহত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) ভোর বেলা ২১/২২ জন যাত্রীসহ ঢাকা থেকে পাইকগাছা গামী কিংফিশার পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে কেশবপুর উপজেলার আলতাপোলের তালতাল নামক স্থানে খালে পড়ে যায় গাড়ীটি।
প্রাথমিক পর্যায়ে স্থানীয় ব্যক্তিরা গাড়ীর ভিতর থেকে যাত্রীদেরকে উদ্ধার করে। এরপর খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ, কেশবপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী টিমসহ মোট ৩টি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান জানান, ঢাকা -ব-১৩-১৫৬৮ পরিবহন ২০/২২জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের মধ্যে উল্টে পড়লে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন