শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

শহীদ জিয়ার মাজারে হামলা-গুলি পৈশাচিক: সাজু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৯:০৭ পিএম

জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, গুলি ছোড়ার ঘটনাকে পৈশাচিক বলে মন্তব্য করেছেন বিগত নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু। তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই মিরপুর, শাহ আলী, দারুস সালাম ও রূপনগর থানা এবং কাউন্দিয়া ইউনিয়নের বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে আমরা উপস্থিত হই। এসময় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ -উদ্দীপনা নিয়ে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে থাকেন। এর মধ্যেই পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ- টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়া শুরু করে। এতে অনেক নেতাকর্মী আহত হয়।

মহানগর নেতৃবৃন্দ ছাড়াও আহত হয়েছেন- মিরপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, মিরপুর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আপেল, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম) যুগ্ম আহবায়ক আমিনুর রহমান শান্ত, কমিটির সদস্য মাসুদ রানা, শাহআলী থানা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরন্নবী মোক্তার, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, মিরপুর থানা কৃষক দলের সভাপতি এস,এম, মিরাজ ইমন, ৭ নং ওয়ার্ড বিএনপি'র প্রচার সম্পাদক মেহেদি কামাল, যুগ্ম সম্পাদক মাসুম বিশ্বাস, মিশা, ৯ নং ওয়ার্ডের শামীম, জীবন, ১১ নং ওয়ার্ড বিএনপির জসীম পাটোয়ারী, ১২ নং ওয়ার্ড বিএনপি'র প্রচার সম্পাদক আল-মামুন, তুহিন, যুবদলের বাবলু মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব, নাঈম, সিয়াম, দারুসসালাম থানা যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মুন্না, শাহ আলী থানা ছাত্রদল নেতা অপু, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক কালাম সহ অসংখ্য নেতাকর্মী।

এসময় উপস্থিত ছিলেন- উত্তর বিএনপির হুমায়ন কবির রওশন, সাইদুল ইসলাম সাইদুল, হাজী দেলোয়ার হোসেন দুলু, আরিফ মৃধা, শহিদুর রহমান এনা, মিজানুর রহমান মিজান। ছাত্রদলের মোহাম্মদ আইয়ুব, আহসানুল হক আপেল, মোঃ রাজিব আহমেদ, মোঃ সোহেল রহমান, আমিনুর রহমান শান্ত, সৈয়দ ওয়াজ করনী আকাশ, তরিকুল ইসলাম রানা। যুবদলের মোমিনুল ইসলাম মমিন, সোলায়মান দেওয়ান, মনিরুল ইসলাম মনির, শাহজালাল সম্রাট। স্বেচ্ছাসেবক দলের মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ ইকবাল মাহমুদ রিপন, এস এম রুস্তম আলী, মোঃ মিজানুর রহমান মিজান, শেখ নাসির উদ্দিন বিপ্লব, কে এম ইয়াহিয়া সামী। ওয়ার্ড বিএনপির আবু বক্কর সিদ্দীক মাকসুদ, মোঃ বশির আহম্মেদ, মোঃ ইকবাল হোসেন স্বপন, এস এম মিরাজ ইমন, মোঃ রায়হান ইসলাম। ওয়ার্ড ছাত্রদলের অভি, আকিল আহমেদ অনিক, মোঃ কাজী কাউসারসহ ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন