রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে ভেসে এলো এক রোহিঙ্গা শিশু কন্যার লাশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৫:৪৫ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র উপকূল থেকে ভেসে আসা এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। (১৮আগষ্ট) বুধবার বেলা ১১টার সময় মরদেহটি কোষ্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ হবে। স্থানীয় সূত্রে জানা গেছে,, এদিন সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র উপকূলে এলাকাবাসী একটি শিশু কন্যার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। কিন্তু তাকে ভাসান চরে নৌকাডুবিতে নিহত রোহিঙ্গা বলে ধারণা করা হলে পুলিশ কোষ্টগার্ডের মাধ্যমে ভাসানচর থানায় লাশটি পাঠিয়ে দেন। এদিকে স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহেদ হোসেন নিজামী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি শিশু কণ্যার মরদেহ ভেসে আসলে পুলিশ সেটি উদ্ধার করে কোষ্টগার্ড এর কাছে হস্তান্তর করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, সকালে ভেসে আসা শিশু কণ্যার বয়স আনুমানিক ১২-১৩ হবে। নৌকাডুবিতে নিহত রোহিঙ্গার মরদেহ ধারণা করে তাকে কোষ্টগার্ডের মাধ্যমে ভাসান চর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে মেয়েটিকে সনাক্ত করা গেছে, সে নোয়াখালীর ভাসানচর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিহত রোহিঙ্গা দলের সদস্য। তবে তার নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, গত শুক্রবার নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে নৌকাটি সাগরে ডুবে গেলেও সন্দ্বীপসহ বিভিন্ন সাগর উপকূল থেকে এ পযর্ন্ত ১১ জনের মরদেহ তখন উদ্ধার করা হয়ে ছিল। সর্বশেষ সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র উপকূল থেকে সকালের দিকে এ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন