প্রবাসীদের কষ্টার্জিত অর্থে মজবুত হচ্ছে দেশের অর্থনীতির ভিত। তাই দেশের উন্নয়ন-অগ্রগতিকে আরো বেগবান করার লক্ষ্যে এবং বিদেশে দেশের সম্মান বৃদ্ধিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দেশেও ব্যাপকভাবে বিনিয়োগ করার আহবান জানান বক্তারা। গত শনিবার আমিরাতের আজমানের নাঈমিয়া এলাকায় বাংলাদেশি মালিকানাধীন হক ট্রাভেলস-এর উদ্বোধনকালে আগত অতিথি বক্তারা এসব কথা বলেন।
হক ট্রাভেলস-এর কর্ণধার কবি, লেখক ও সাংবাদিক ওবাইদুল হকের আমন্ত্রণে এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল গনি চৌধুরী প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাত ও সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সমিতি শারজাহ, নাছির তালুকদার বঙ্গবন্ধু পরিষদ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, আবু তাহের বঙ্গবন্ধু পরিষদ সহ-সভাপতি আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, ইব্রাহিস ওসমান আলফাতুন উপদেষ্টা বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাত, কামাল হোসেন খান সুমন সভাপতি বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাত, আবুবক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক বাংলাদেশ বিজনেস ফোরাম আরব আমিরাতসহ আরো অনেকে।
প্রতিষ্ঠানটির কর্ণধার ওবাইদুল হক বলেন, তার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ‘ওবাইদুল হক টাইপিং সেন্টার এলএলসির’ সফলতায় তার ‘হক ট্রাভেলস’ দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন