প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতি ঠিক থাকলে আগামী বছরের ১০ সেপ্টেম্বর চীনের হাংঝু শহরে বসবে ১৯তম এশিয়ান গেমস। বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে এই গেমসের খেলা চলবে ২৫সেপ্টেম্বর পর্যন্ত। আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ কাবাডি দল। মূলত গত তিনটি এশিয়াডের হতাশা কাটিয়ে হাংঝুতে পদক পুনরুদ্ধারের লক্ষ্যেই দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু করার ইচ্ছা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের। এ ধারাবাহিকতায় দেশের বিভিন্ন সংস্থা ও জেলার ৫০জন খেলোয়াড়কে নিয়ে সম্প্রতি নব-নির্মিত ঢাকা কাবাডি কমপ্লেক্সে শুরু হয়েছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জী চন্দনের অধীনে ক্যাম্পে বর্তমানে চলছে ফিটনেস ট্রেনিং। এই ক্যাম্পে সহসাই ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দেবেন তামিলনাড়– স্পোর্টস অ্যাসোসিয়েশনের ট্রেনার রামেশ ভি। খেলোয়াড়দের খাদ্যাভাস নিয়ন্ত্রণে ধারণা দিতে ইতোমধ্যে ক্যাম্পে নিয়োগ দেওয়া হয়েছে পুষ্টিবিদ ডা. মোহাম্মদ রাজু আহমেদকে। বিমান চলাচল স্বাভাবিক হলে ঢাকায় আসবেন ভারতীয় কোচ সাজুরাম গয়াত। ২০১৯ কাঠমান্ডু এসএ গেমসের জন্য দিল্লি ও হরিয়ানায় প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে ২ মাসের ক্যাম্প করা হয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ও পুরুষ কাবাডি দলের। এবারও বিদেশে ক্যাম্প হবে। পাশাপাশি ঢাকায় একাধিক বিদেশি দল এনে ও বিদেশে গিয়ে জাতীয় দলকে ম্যাচ খেলানো হবে বলে জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন