কুষ্টিয়া সদর উপজেলায় বাড়ির গেট ভেঙে চাপা পড়ে মাদরাসা ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম মোহাম্মদ আলী। সে কুষ্টিয়ার বড় আইলচারা জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসার হেফজখানার ছাত্র। গতকাল সোমবার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গার আব্দুল ওহাবের বাড়ির গেটের সামনে যাওয়ার পর সালাম দিয়ে বাড়ির লোকজনকে ডাকতে থাকেন। এ সময় বাড়ির গেট ভেঙে মাদরাসা ছাত্র মোহাম্মদ আলীর গায়ের উপর পড়লে সে চাপা পড়েন। মাদরাসা শিক্ষকরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
মন্তব্য করুন