শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মানিতেই আস্থা ইমরান খানের

পরিচালনা পর্ষদে থাকবেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তানে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ কেন্দ্রীয় সরকার গঠন করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে পরিবর্তন আসে। পিসিবির চেয়ারম্যান পদ থেকে নাজাম শেঠি পদত্যাগ করলে তার স্থলে এহসান মানি দায়িত্ব পান। পরবর্তীতে বিনা প্রতিদ্ব›দ্বীতায় তিনি তিন বছর মেয়াদে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সেই মেয়াদ শেষ হবার কথা ছিল চলতি আগষ্ট মাসেই। নতুন প্রেসিডেন্ট কে হবেন? এ নিয়েও বেশ ক’দিন ধরে চলছিল কানাঘুষা। পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ কর্তাব্যক্তি হিসেবে নাম এসেছিল সাবেক অধিনায়ক রমিজ রাজারও। তবে আরো একবার মানিতেই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে হতাশ হতে হচ্ছেনা রমিজকেও। বোর্ডের পরিচালনা পর্ষদের জন্য তাকে মনোনীত করা হতে পারে বলে খবর প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। পিসিবির প্রধানের দায়িত্ব গ্রহনের পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনে প্রশংসিত হয়েছেন এহসান মানি। আইসিসির সাবেক সভাপতি এহসান মানির সাংগঠনিক দক্ষতায় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল দেশটিতে সফরের অপেক্ষায় আছে। এছাড়া ঘরের মাঠে আইসিসির ইভেন্টে পরিচালনার বিষয়ও প্রক্রিয়াধীন। দেশের ঘরোয়া ক্রিকেটে আমূল পরিবর্তন এনে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ক্রিকেট বোর্ডের আর্থিক মডেল ও পাকিস্তান সুপার লিগ আয়োজনেও তার সাফল্য ছিল ইর্ষনীয়। গত ২১ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বাসভবনে দেখা করতে গেলে মানিকে এই পদে দায়িত্ব চালিয়ে নিতে ইমরান খান তার সমর্থনের কথা জানান। পিসিবির প্রধান পৃষ্টপোষক ইমরান খান শুধু এহসান মানিকেই নন, আসাদ আলী খানকেও পুনরায় মনোনীত করেছেন। আগামী আগষ্ট মাসে আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে তাদেরকে বিজয়ী হয়ে আসতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন