শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতকে ডোবাচ্ছে কোহলি-রোহিতরাই!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজটি ভারতকে মূলত জিতিয়েছে দলটির তরুণ ক্রিকেটাররা। ওই সিরিজে ঋষভ পন্ত অসাধারণ ব্যাটিং করেছেন। ভালো খেলেছেন শুবমান গিল, ওয়াশিংটন সুন্দরও। অনেক দিন ধরেই ভারতের তরুণ ক্রিকেটাররা ধারাবাহিক ভালো খেলে আসছেন। সে তুলনায় বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা বা অজিঙ্কা রাহানেদের মতো সিনিয়ররা খুব একটা ভালো করতে পারছেন না। হেডিংলিতে ভারতের ভরাডুবির কারণ এটাকেই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনাজামাম-উল হক।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে এক দিন বাকি থাকতে ইনিংস ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৭৮ রানে। হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ভালো করতে পারেননি। রোহিত প্রথম ইনিংসে ১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৫৯ রানে। রাহুল দুই ইনিংসে করেছেন ৮ রান (০ ও ৮)। দ্বিতীয় ইনিংসে ৯১ রান করলেও প্রথম ইনিংসে পূজারা আউট হয়েছেন ১ রানে। কোহলির রান ৭ ও ৫৫। রাহানে দুই ইনিংস মিলিয়ে করেছেন ১৮ ও ১০।

হেডিংলি টেস্টে ভারতের তরুণরাও খুব একটা সুবিধা করতে পারেননি। ইনজামাম মনে করেন সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব না নিলে বা তরুণদের পথ দেখাতে না পারলে একটা সময় তারাও রান পেতে লড়াই করতে শুরু করবেন। টানা চাপ নেওয়ার জন্য আগে তরুণদের তৈরি করে তুলতে হবে। আর না হলে চাপে ভেঙে পড়ে এক সময় তারা হারিয়ে যাবে বলে মনে করেন ইজামামা। নিজের ইউটিউব চ্যানেলে ইজামাম বলেছেন, ‘ভারতের ব্যাটসম্যানদের দিকে তাকালে দেখবেন কোহলি প্রায় দুই বছর কোনো সেঞ্চুরি পাচ্ছে না। চেতেশ্বর প‚জারা ও অজিঙ্কা রাহানেরও প্রায় একই অবস্থা।’

এ কথার রেশ টেনে ইনজামাম বলেছেন, ‘সা¤প্রতিক সময়ে তরুণরাই ভারতকে বাঁচাচ্ছে। ঋষভ পন্ত অনেক রান করেছে। রবীন্দ্র জাদেজা আর অশ্বিনও অবশ্য অবদান রেখেছে। অভিজ্ঞদের তুলনায় তরুণরা অনেক বেশি অবদান রেখেছে দলের জন্য।’ সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতার কথা বলতে গিয়ে ইনজামাম বলেছেন, ‘বিরাট বিশ্বের এক নম্বর খেলোয়াড়। প‚জারা আর রাহানেও খুব ভালো টেস্ট ক্রিকেটার। কিন্তু তাদের বড় স্কোর সেঞ্চুরির মধ্যে ফারাক থেকে গেলে তরুণরা চাপে পড়ে যাবে। তরুণরা ভালো খেলছে, কিন্তু অভিজ্ঞদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন