ঢালিউড কিং শাকিব খান শনিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন দেন। বাংলায় যার অর্থ দাঁড়ায়-সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে-ধৈর্য ধর! আর সেখানে একটি কমেন্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন ঢাকাই ছবির আরেক অভিনেতা ওমর সানী। শাকিবের সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন- ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’
ওমর সানীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয় শাকিব খানের ভক্তরা। অনেকেই ওমর সানীর এই মন্তব্যের প্রতিবাদ জানান। শাকিব ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হচ্ছে অনেক। তবে শাকিবকে কটাক্ষ নয়, ফান করেছেন বলে জানিয়েছেন ওমর সানী। পাশাপাশি দুঃখও প্রকাশ করেছেন।
ওমর সানী বলেন, ‘আসলে ও (শাকিব) তো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই রেশ ধরেই কথাটা বলেছি। আমি ওকে অনেক পছন্দ করি, ফান করেই কথাটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!’
দুঃখ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমি বলেছি, এত সুন্দর লেখা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভালো থাকিস। আমি সব সময় যেভাবে বলি...সব সময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও আহত হয়ে থাকে, আমি সরি। কিন্তু এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মন-মানসিকতা আমার নেই। যারা এসব সমালোচনা করছে, তাদের সংখ্যা নিতান্তই কম। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।’
প্রসঙ্গত, শাকিব খান ও ওমর সানীর মধ্যে বাস্তব জীবনে বেশ ভালো সম্পর্ক। বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনেও একসারিতে দাঁড়িয়েছেন তারা। ওমর সানী ও শাকিব খানের মধ্যে সম্পর্কের এমন অবনতির খবর সে অর্থে অতীতে পাওয়া যায়নি। ফলে অনেকেই ধারণা করছেন, অনেকটা অজ্ঞতাবশত মজা করতে গিয়েই মন্তব্যটি করেছেন ওমর সানী। যেটা তিনি প্রায়শই করে থাকেন। এমনকি তাকে নিয়েও করেন অনেকে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন