শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তৃতীয় বিয়ে করে উচ্ছ্বসিত ন্যানসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

তৃতীয় বিয়ে করে বেশ উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী ন্যানসি। এতদিন স্বামীর সঙ্গে তার ছবি প্রকাশ করেননি। সম্প্রতি তাদের একসঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ছবি পোস্ট করে ন্যানসি লিখেন, আমি হাজার কথার মালা গেঁথে চেয়ে আছি শুধু তোমারই পথে, জানি আমার কাছেই তুমি এখনই আসছো...তুমি তো এখন আমারই কথা ভাবছো। তার এই উচ্ছ্বসিতমূলক পোস্টে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। তৃতীয় বিয়ে করার আগে ন্যনসি বলেছিলেন, আগের দুই বিয়ে করার সময় তার গায়ে হলুদ করা হয়নি, বউ সাজা হয়নি, এমনকি তাদের বিয়ের কোনো ছবিও ছিল না। এ নিয়ে তার আফসোস ছিল। ফলে তৃতীয় বিয়েটি তিনি ঘটা করে করতে চেয়েছেন। ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। শিঘ্রই আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে। ন্যানসি বলেছিলেন, বিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোচুরি করেননি। সবসময়ই খোলাখুলিভাবে সবাইকে জানিয়েছেন। তবে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রয়োজন নেই। উল্লেখ্য, ন্যানসি পারিবারিকভাবে গীতিকার মোহসিন মেহেদীকে বিয়ে করেছেন। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) তিনি। বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
বাশীরুদ্দীন আদনান ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪১ এএম says : 0
কতদিন পর ১ হালি মানে চতুর্থটা করবেন ?
Total Reply(0)
সাইফুল ইসলাম ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪১ এএম says : 0
শুভ কামনা রইলো
Total Reply(0)
Alaudin Alo ১ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৬ এএম says : 0
দাদাকে বিয়ে করবে বলে নাতনির উল্লাস
Total Reply(0)
Mohin Uddin ১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪২ এএম says : 0
তাদের জন্য বিয়ে বাপার না
Total Reply(0)
Nadim Mahmud Patwary ১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৩ এএম says : 0
দেখা যাক উচ্ছ্বাস কয়দিন থাকে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন