শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শঙ্কায় জাপা আশাবাদী আ.লীগ

সিলেট-৩ আসনের উপনির্বাচন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সিলেট-৩ আসনের উপনির্বাচনের আর মাত্র ২দিন বাকি। ভোট নেয়া হবে ইভিএমে। প্রথমবারের মতো এ আধুনিক প্রযুক্তির মুখোমুখি হবেন ভোটারা। সেকারণে প্রশ্ন দেখা দিয়েছে এ প্রযুক্তির সঙ্গে কতটুকু মানিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা। অনেকের মধ্যে শঙ্কা বিরাজ করছে কেন্দ্রে ইভিএমে ভোট প্রদানে গোপনীয়তা ফাঁসের।
ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তি বা প্রার্থীর এজেন্টরা সাধারণ ভোটারদের ইভিএমে ভোট প্রদানে সাহায্যের নামে, ভোটের তথ্য জেনে নিতে পারবে। ওই ভোটার কাকে ভোট দিয়েছে, চলমান রাজনীতির কঠিন মুহূর্তে এই তথ্য যেকোন ব্যক্তির জন্য বড় বিপদের কারণ হতে পারে। এমনকি প্রভাবশালী প্রার্থীর এজেন্টরা বেপরোয়া হয়ে উঠতে পারে ভোটারের উপর। সেকারণে ইভিএমে কারচুপি ও নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার নিয়ে নিজের শঙ্কার কথাও গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী।

এদিকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পর্দাপনের শুরতেই এ আসনটি ১৯৯১ সালে দখলে নেয় জাতীয় পার্টি। পরবর্তী ১৯৯৬ সালের নির্বাচনেও জাপা জয়লাভ করে এ আসনে। ২০০১ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে নেয় বিএনপি। এরপরই নির্বাসিত হয়ে পড়ে জাপা। নেতৃত্বও সংকটে পড়ে সাংগঠনিক কার্যক্রমে অস্তিত্ব হারায় জাপা। এর বদলে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ-জামায়াত সাংগঠনিকভাবে সুসংহত হতে থাকে এ আসনে।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো জয় পায় আওয়ামী লীগ। সেই জয়ের ধারা সর্বশেষ ২০১৯ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত ধরে রাখে তারা। এখন সেই আসনে উপনির্বাচন। নির্বাচনে বিএনপি না থাকায় মাঠে লড়ছে আ’লীগ ও তাদের ভোট রাজনীতির মিত্রশক্তি জাতীয় পার্টি। মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হলে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন