নির্মিত হচ্ছে মেগা সিরিয়াল গুলশান অ্যাভিনিউ ধারাবাহিকের সিক্যুয়াল। এটি রচনা ও পরিচালনা করছেন নিমা রহমান। গুলশান অ্যাভিনিউ ধারাবাহিকের জনপ্রিয়তার পর এর সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। এর সাথে যুক্ত হয়েছেন আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তিনি বলেন, ধারাবাহিকটির দর্শকপ্রিয়তা পাওয়ার পর এর সিক্যুয়াল নির্মিত হচ্ছে। একটি ভাল ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আশা করি, এটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। এদিকে এই ধারাবাহিকের পাশাপাশি দীপা তাসদিকের পরিচালনায় বাকের খনি নামে একটি ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি দীপার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন