ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স নিজেদের একেবারে অন্যভাবে সাজাতে শুরু করেছে। ‘দ্য ফ্ল্যাশ’ নির্মাণের প্রক্রিয়া চলার সঙ্গে সঙ্গে তারা ‘ব্যাটম্যান’ আর গথাম সিটিকে এর সঙ্গে সংশ্লিষ্ট করেছে। সবচেয়ে বড় কথা হল প্রায় ৭০ বছর বয়সে আরেকবার ব্যাটম্যানের আলখাল্লা পরতে যাচ্ছেন মাইকেল কিটন। তিনি ব্যাটম্যানের ভূমিকায় শেষ অভিনয় করেছিলেন ১৯৯২’র ‘ব্যাটম্যান রিটার্নস’ ফিল্মে। ডিসির আরেক চরিত্র ফ্ল্যাশ গর্ডনকে নিয়ে নির্মীয়মাণ ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্ম সিরিজে ব্যাটম্যান চরিত্রটিও থাকবে। তরুণ ব্যাটম্যান/ব্রুস ওয়েনের ভূমিকায় অভিনয় করবেন বেন অ্যাফ্লেক আর কিটন বৃদ্ধ ভূমিকায়। কিটনকে এমন তিনটি ফিল্মে দেখা যাবে বলে জানা গেছে। উই গট দিস কাভার্ডের এক প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এইচবিও ম্যাক্সের ‘ব্যাটগার্ল’, ‘ব্যাটম্যান বিয়ন্ড’ এবং ‘নাইটউইং’ সিরিজগুলোতেও কিটন একই ভূমিকায় অভিনয় করবেন। কিটন বলেন, ‘মজার ব্যাপার হল আমি আগে তার ভূমিকায় যা করেছি তাকে ছাড়িয়ে নতুন এক মাত্রা যোগ করতে হবে আমাকে। আমি একে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একে হাল্কাভাবে দেখছি না।’ তিনি জানান, পুরো বিষয়টিকেই তিনি বিশাল বলে মনে করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন