অভিনেতা মাইকেল কিটন আসন্ন ‘ব্যাটগার্ল’ ফিল্মে আরেকবার ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করবেন। এই ফিল্মে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন লেসলি গ্রেস। কিটন এর আগে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া টিম বার্টনের ‘ব্যাটম্যান’ ফিল্মে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন। উলেখ্য অভিনেতা ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্মেও কেপড ক্রুসেডারের ভূমিকায় অভিনয় করবেন। ৪ নভেম্বর ২০২২ সালে মুক্তির পরিকল্পনায় ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্মে এজরা মিলারের অভিনয়ে নির্মিত হচ্ছে; এই ফিল্মটিতে অবশ্য ব্যাটম্যানের ভূমিকায় আরও অভিনয় করবেন বর্তমান ব্যাটম্যান বেন অ্যাফ্লেক। ‘ব্যাটগার্ল’-এর কাহিনী এখনও গোপন আছে। তবে জানা গেছে গথাম সিটির পুলিশ কমিশনার জিম গর্ডনের মেয়ে বারবারা গর্ডন হবে ব্যাটগার্ল। কমিশনারের ভূমিকায় অভিনয় করবেন আগের মত জেকে সিমন্স, আর বারবারার ভূমিকায় অভিনয় করবেন গ্রেস। ব্রেন্ডান ফ্রেজার ফিল্মটিতে ভিলেন ফায়ারফ্লাইয়ের ভূমিকায় অভিনয় করবেন। আদিল আর-আরবি এবং বিলাল ফালাহ ব্যাটম্যান পরিচালনা করবেন। ‘বার্ডস অফ প্রে’ খ্যাত ক্রিস্টিনা হডসন ‘ব্যাটগার্ল’ এবং ‘দ্য ফ্ল্যাশ’ ফিল্মের চিত্রনাট্য লিখেছেন। বর্তমানে ‘ব্যাটগার্ল’-এর শুটি চলছে লন্ডনে। ২০২২ সালে এইচবিও ম্যাক্সে ফিল্মটির প্রিমিয়ার হবে। এটি এইচবিওর জন্য ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম ফিল্ম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন