বগুড়ায় হোরোইন রাখার অপরাধে মোঃ লিটনকে (৩৮) কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানাঅনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বগুড়ার জেলা ও দায়েরা জজ নরেশ চন্দ্র সরকার এই রায় প্রধান করেন। সাজাপ্রাপ্ত যুবক ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলার মোঃ আবুল হোসেন মন্ডলের ছেলে।
মামলার বিবরনে জানা যায় ২০১৬ সালে ১ ডিসেম্বর রাত পৌনে ১ টার দিকে শজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতালার করোতোয়া .ক্লিনিকের .সামনে পুলিশ একটি সিএনজি থ্রী-হুইলার তল্লশী করে। সে সময় সিএনজিতে যাত্রীবেশী অবস্থায় পুলিশ লিটনের হেফাজতে থাকা ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এব্যাপারে শাজাহনপুর থানার এ্সআই মোঃ ফজলুল হক মাদক আইনে মামলা দয়ের করে। মামলাটি রাষ্ট্র পক্ষের পিপি এাডঃ আব্দুল মতিন এবং বিবাদি পক্ষে রাষ্ট্রের নিয়োগকৃত আইনজীবী জাহাঙ্গীর হোসেন মামলাটি পরিচালনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন