শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেলসহ দুই হেরোইন বিক্রেতা আটক

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্থানী গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারীর ব্যবহৃত একটি নম্বরবিহীন একশত সিসি এক্সেল মোটরসাইকেলসহ দুই হিরোইন বিক্রেতাকে আটক করেছে জেলার বকশীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়া গ্রামের আব্দুল হাকিম ওরফে ফকির হাজীর ছেলে রকিবুল হাসান ওরফ (৩০) ও নাপিতেরচর বলিদা পাড়া গ্রামের সুলতান আকন্দের ছেলে স্বাধীন (২৬)। গত শুক্রবার সন্ধ্যায় নীলাখিয়া চৌরাস্তা মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটককৃত রকিবুল হাসান শেরপুরের ঝিনাইগাতী থানার চার্শিটভুক্ত মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি। আর স্বাধীন জামালপুরে দেওয়াগঞ্জ থানায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ইসলামপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বকশীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে নীলাখিয়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ তাদের আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন