শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জোড়া মাথা পৃথক হলো ইসরাইলি যমজ শিশুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ইসরাইলের এক বছর বয়সী দুই যমজ শিশুর জোড়া মাথা অপারেশনের মাধ্যমে পৃথক করা হয়েছে। শিশু দুটি সুস্থ আছে বলে জানা গেছে। জন্মের পর প্রথমবারের মতো তারা একে অপরকে দেখতে পাচ্ছে। খবর বিবিসির। দেশটির বীরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে গত সপ্তাহে ১২ ঘণ্টা ধরে অপারেশন করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নেওয়ার আগে মাসব্যাপী প্রস্তুতি নেন চিকিৎসকরা। দেশি-বিদেশি ডজনখানেক চিকিৎসা বিশেষজ্ঞ এ অপারেশন সম্পন্ন করেন। ছোট্ট বালিকা দুটির এখনও নাম রাখা হয়নি। তারা পুরোপুরি ভালোর দিকে যাচ্ছে বলে জানা গেছে। সোরোকা মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন ইসরাইলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন , তারা নিঃশ্বাস নিতে পারছে এবং নিজে নিজে খেতে পারছে। গোটাবিশ্বে এধরনের ২০টি অপারেশন হয়েছে আর ইসরাইলে এবারই প্রথম। এক মাস আগে থেকেই অপারেশন সফলভাবে সম্পন্ন করার প্রস্তুত নেওয়া হয়েছিল। সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন বলেন, প্রস্তুতির মধ্যে যমজ বাচ্চাগুলোর থ্রি ডি ভার্চুয়াল মডেলও কাজে লাগানো হয়। তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার পুরোটাই সফল হয়েছি। ২০২০ সালের আগস্টে জন্ম নেওয়া যমজ কন্যারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এমন প্রত্যাশা রাখা যায়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন