শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিকে অভিনয় করার আগ্রহ হারিয়ে ফেলেছি-ফজলুর রহমান বাবু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

অভিনেতা ফজলুর রহমান বাবু এখন ধারাবাহিকের চেয়ে একক নাটক, সিনেমা, ওয়েব ফিল্মে কাজ করছেন বেশি। ধারাবাহিক নাটকে অভিনয় করার আগ্রহ তার নেই। এর কারণ গল্পের নিম্নমান। ধারাবাহিকের গল্পের মান এত নিচে নেমে গেছে যে, কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছি। ধারাবাহিকে অভিনয় করার আর ইচ্ছা নেই। মান নিচে নেমে যায়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এর কারণ বলতে পারবে টিভি চ্যানেল কর্তৃপক্ষ। এছাড়া যারা মানহীন ধারাবাহিক নির্মাণ করছেন, তারাই জানেন কেন এমন নাটক বানান। আপনি অভিনয় না করলেও অন্যরা তো অভিনয় করছেন, এমন মন্তব্যের জবাবে বাবু বলেন, শিল্পীদের ক্যাটাগরি আছে। যারা কাজ করছে, তারা কোন ক্যাটাগরির সেটি আমাদের বুঝতে হবে। এটি ঐসব শিল্পীর অভিরুচির ব্যাপার। আমার পক্ষে মানহীন নাটকে অভিনয় করা সম্ভব নয়। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, নতুন মাধ্যমকে গ্রহণ করা উচিৎ। বিভিন্ন সময় বিভিন্ন রকম মাধ্যম আসবে, এটাই স্বাভাবিক। তার মানে এই নয়, আগের মাধ্যমের আবেদন শেষ হয়ে যাবে। নতুন মাধ্যম আসলে শুরুর দিকে আলোচনা-সমালোচনা হয়। দিন শেষে দর্শক তা গ্রহণ করে। এদিকে বাবু বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, লকডাউনের পর সিনেমার কাজই বেশি করছি। ১০ সেপ্টম্বর থেকে সরকারি অনুদানের একটি সিনেমার কাজ শুরু করবো। এর নির্মাতা মির্জা সাখাওয়াত। এছাড়া মাসের শেষের দিকে এস এ হক অলিকসহ কয়েকজন নির্মাতার কাজ শুরু করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন